Tuesday, 17 July 2012

প্রকৃতি...

ভাবতে অবাক লাগে !
বিশ্ব প্রকৃতির গভীর রহস্য আজ পর্যন্ত উন্মোচন হলো না।কত গুলো 'কেন 'র উত্তর আজও মেলেনা।
এই বিশ্ব প্রকৃতি যে বিশাল বড় এক অচিন্তনীয় ব্যাপার,এ কথা হয় তো এক বাক্কে স্বীকার করা যায়।


রক্তকরবীর মঞ্জরী প্রস্ফুটিত হয়, আবার পুস্প মঞ্জরী থেকে  ফুল ঝরেও পরে,কেন?? তা কেউ অবলোকন করতে পারেনা,
কারণ এটাই প্রকৃতির রহস্য...


গরমের দাবদাহ ক্ষীন হয়ে আসে,বর্ষার মেঘ কেটে যায়, আর পরিস্ফুট হয় শরতের স্বচ্ছ  আকাশ...তখন পাখির উচ্চস্বরে গুঞ্জন শুনে মন ভরে ওঠে,এও প্রকৃতির নিয়ম!


পতিত অট্টালিকায় ক্রমে অরণ্য জন্মায়,
কেন??
না জন্মালেও তো চলত।
কিন্তু তবু জন্মায়,এ হয়ত বিশ্ব পরিবাপ্ত প্রকৃতির ভার সাম্য রক্ষার জন্যই।


নব যৌবন প্রাপ্ত  কোনো নারীর মনে প্রকৃতির প্রভাব হয়ত সর্বপেক্ষা বেশি পরিলক্ষিত হয়,
হয়ত সেই বয়সে তরুণ হৃদয়ের একটা অতৃপ্ত আকাঙ্খা জেগে ওঠে,মন উজ্জল হয় শরতের সোনা 
গলা রোদের মতো ...প্রথম প্রেমের আভাসে মন হয়ে ওঠে চঞ্চল,ছুটে যেতে ইচ্ছে  করে গবাক্ষের ধরে 
বারবার!কুস্রী নারী তখন প্রেমিকের চোখে দেখে নিজের অনুপম রূপ কে,জালের আড়াল ভেদ করে চলেযেতে ইচ্ছা করে দিগন্তের  পাড়ে,স্নেহসিন্চনে আগলে রাখতে ইচ্ছে  করে প্রেমের সবকটি মুহূর্তকে।
কেন জানি না এমন হয়??
কি এর কারণ??
হয়ত এটাই প্রকৃতির নিয়ম।...

No comments:

Post a Comment